Site icon Jamuna Television

বন ছেড়ে এবার সেলুনে বানর!

ছবি: সংগৃহীত।

চুল-দাঁড়ি কাটতে আমরা স্বভাবতই সেলুনে যায়। দাঁড়ি কাটার কাজতা যদিও বাড়িতে করা সম্ভব কিন্তু চুল কাটার কাজটি বাড়িতে অনেকটাই অসম্ভব। কিন্তু একবার ভাবুন আপনি চুল কাটতে সেলুনে গিয়ে যদি দেখেন সেলুনে একটি বানর বসে আছে আর ট্রিমার দিয়ে তাকে ঘষা মাজার কাজ চলছে!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, একটি বানর সেলুনে বসে চুল দাঁড়ি কাটছে।

আরও পড়ুন: ‘মন চাইছে আত্মহত্যা ক‌রি’

ভিডিওতে দেখা যায়, একদম মানুষের মতো সেলুনের চেয়ারে বসে রয়েছে এক বানর। বানরটির গলায় জড়ানো রয়েছে তোয়ালে। সেলুনের কর্মী প্রথমে তার মুখের চুল আঁচড়িয়ে একটি ট্রিমার দিয়ে ছাঁটা শুরু করেন। বানরটি আবার বারবার আয়নায় দেখতে থাকে তাকে কেমন লাগছে।

সেলুনে আসা অন্যরা এই অভিনব দৃশ্য দেখে প্রথমে অবাক হন। বিরল এই দৃশ্য নিজেদের মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন তারা। ভারতের আইপিএস কর্মকর্তা রুপিন শর্মা প্রথমে ওই ভিডিও টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এবার অনেক বেশি স্মার্ট লাগছে। শেয়ার করার সাথে সাথে ওই ভিডিও ভাইরাল হয়।

Exit mobile version