Site icon Jamuna Television

ওমিক্রনের ভয়াবহতার মাত্রা নিয়ে নিশ্চিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিবৃতিতে ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট কতটুকু ভয়ংকর হয়ে উঠতে পারে সে বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়ে ভয়ংকর হবে কিনা সেই প্রশ্নের জবাবে স্বামীনাথন বলেন, এই ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। সেই সাথে সবচেয়ে বেশি সংক্রমণের কারণও হতে পারে। তবে এই ইস্যুতে এখনই কোনো নিশ্চয়তা দিতে পারছে না ডব্লিউএইচও।

আরও পড়ুন: ৩ মাস বেতন নেই, সার্বিয়ায় নিযুক্ত পাকিস্তান দূতাবাসের কর্মীদের ‘বিদ্রোহ’!

এমনকি এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিদ্যমান ভ্যাকসিনগুলো কতটুকু কার্যকর সেই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি বলেও জানান তিনি। এদিকে আরও তিন দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এ নিয়ে প্রায় ৪০ দেশে অস্তিত্ব মিলেছে ভাইরাসটির।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর ওমিক্রন ভ্যারিয়েন্টের বিষয়ে প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) রিপোর্ট করেছিল দক্ষিণ আফ্রিকায়। কিন্তু সাম্প্রতিক তদন্তে জানা যাচ্ছে, এর বহু আগেই বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছিল ভ্যারিয়েন্টটি।

Exit mobile version