Site icon Jamuna Television

মেয়র আব্বাস আলীর দুর্নীতি: ভাঙা হচ্ছে ড্রেন দখল করে নির্মিত দু’টি মার্কেট

সরকারি ড্রেন দখল করে নির্মাণ করা রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর দোতলা মার্কেট উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।

শনিবার (০৪ ডিসেম্বর) সকাল নয়টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পবা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন।

শেখ এহসান উদ্দীন জানান, আব্বাস আলী কাটাখালি বাজারের দুইপাড়ে বিএমডিএ’র খালের ৬ শতক দখল করে তার উপর দু’টি দোতলা মার্কেটের নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে রাজশাহী জেলা প্রশাসক তাকে দু’বার চিঠি দিয়ে নির্মাণ বন্ধ করে দেন।

আরও পড়ুন: আ’লীগ ছাড়া অন্য কোনো দল করেছি প্রমাণ করতে পারলে সুইসাইড করব: মেয়র আব্বাস

সম্প্রতি পৌর মেয়র আব্বাসের বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে অবমাননাকর মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে গেল ৩০ নভেম্বর ঢাকার একটি আবাসিক হোটেল থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে।

Exit mobile version