Site icon Jamuna Television

স্পিন ঘূর্ণিতে নাকাল হয়ে লাঞ্চ করতে গেল পাকিস্তান

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম শেশনের শেষ দিকে তাইজুল ও সাকিবের স্পিন ঘূর্ণিতে নাকাল হয়ে লাঞ্চ বিরতিতে গেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান।

চট্টগ্রামের মতো মিরপুরেও পাকিস্তানকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। তবে ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ২৫ রান করে আউট হন আব্দুল্লাহ শফিক। এরপর ৩৯ রান করে তাইজুলের ২য় শিকারে পরিণত হন আরেক ওপেনার আবিদ আলী। তবে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের একাধিক এলবিডব্লিউ এবং কট বিহাইন্ডের আবেদনে সারা দেননি আম্পায়ার। এই দুই স্পিনারের বলে সেশনের শেষ দিকে একদমই স্বচ্ছন্দ হতে পারছিলেন না পাকিস্তানের ব্যাটাররা। বিতর্কিত সিদ্ধান্তে তো বেচেই গেলেন তিনে ব্যাট করতে নামা আজহার আলী।

আরও পড়ুন: বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে গেলেন আজহার আলী

এর আগে টাইগার একাদশে এসেছে তিন পরিবর্তন। সাইফ হাসান, ইয়াসির রাব্বি ও আবু জায়েদ রাহীর বদলে এসেছেন মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান ও খালেদ আহমেদ। এই ম্যাচ দিয়ে অভিষেক হলো যুব বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয়ের। সাদমানের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তাকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছ পাকিস্তান।

আরও পড়ুন: বাংলাদেশের ৯৯তম ক্রিকেটার হিসেবে জয়ের টেস্ট অভিষেক

Exit mobile version