Site icon Jamuna Television

পিএসএলের সপ্তম আসর জানুয়ারিতে

ছবি: সংগৃহীত

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ পিএসএলের সপ্তম আসর। করাচি জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস ও মুলতান সুলতানস।

আরও পড়ুন: স্পিন ঘূর্ণিতে নাকাল হয়ে লাঞ্চ করতে গেল পাকিস্তান

টুর্নামেন্টের প্রথম ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। ফাইনালসহ বাকি ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

যদিও বর্তমানে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের ঠিক পরই বাংলাদেশ সফরে আসে বাবর আজমের দল। এরপর ১৩ ডিসেম্বর করাচিতে শুরু হবে উইন্ডিজের বিপক্ষে সিরিজ। এদিকে পিএসএলের পরই পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া দল। আর এ কারণেই পিএসএলের সময় সূচি এগিয়ে এনেছে পিসিবি।

Exit mobile version