Site icon Jamuna Television

রাজধানীর সড়কে আরেক শিক্ষার্থীর মৃত্যু

নিহত মাহাদি হাসান লিমন।

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৩ ডিসেম্বর) মধ্যরাতে বিমানবন্দর এলাকার পদ্মা তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাদি হাসান লিমন গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: নিরাপদ সড়কের দাবিতে সরকারকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মাহাদি হাসান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পদ্মা তেল পাম্পের সামনে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতাল নেয়া হয় লিমনকে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বাঁচানো যায়নি লিমনকে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে।

এর আগে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হন। এরপর রামপুরায় দুই বাসের রেষারেষিতে প্রাণ যায় দুর্জয় নামের আরেক শিক্ষার্থীর।

Exit mobile version