Site icon Jamuna Television

প্রেসবক্সে পাপন; খেলা দেখতে এসে জানালেন অসুস্থতার কথা

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে পাপন।

বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার চলমান মিরপুর টেস্ট দেখতে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন হুট করে চলে আসেন শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে। উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপচারিতায় জানালেন তার অসুস্থতার কথা।

চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন নাজমুল হাসান পাপন। সেখান থেকে ফিরেছেন কিছুদিন আগেই। এর আগে করোনা মহামারির লকডাউন চলাকালীন অপারেশন করানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তার। সে সময় দেশের বাইরে চিকিৎসা করিয়ে দেশে ফেরার তিন সপ্তাহ পর আবার ফলোআপের কিছু পরীক্ষা-নীরিক্ষা করতে হয়েছিল তার, এমনটা জানান পাপন। কিন্তু তখন দেশে সেই চিকিৎসার পর্যাপ্ততা ছিল না বলে জানান বিসিবি সভাপতি।

এছাড়া, ওই চিকিৎসার বিষয়ে বাংলাদেশের কোনো চিকিৎসক সিদ্ধান্ত দিতে পারেননি উল্লেখ করে পাপন বলেন, চিকিৎসাটি ভারতেও নেই। তারপর থেকে শারীরিক কিছু সমস্যায় ভুগছেন বলে জানান বিসিবি সভাপতি।

Exit mobile version