Site icon Jamuna Television

গণতন্ত্র ও সুশাসন ফেরাতে খালেদা জিয়াকে রাজনীতিতে ফিরতে হবে: ফখরুল

খালেদা জিয়া স্বাধীনতার প্রতীক। গণতন্ত্র ও সুশাসন ফেরাতে তাকে রাজনীতিতে ফিরতে হবে। আজ শনিবার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের সমাবেশে এ মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনকে রাজনীতিতে থেকে দূরে সরানোর পর দুনিয়া থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে বলেও দাবি করেন ফখরুল।

আরও পড়ুন: বেশিরভাগ শিক্ষার্থী ঘরে ফিরে গেলেও একটি মহল উস্কানি দিচ্ছে: কাদের

খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিশ্চিত করতে তরুণদের জেগে ওঠার আহ্বান জানান ফখরুল। সরকারের উদ্দেশে বলেন, আর বিলম্ব করবেন না, এখনই বিএনপি নেত্রীকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিন। তা না হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।

Exit mobile version