Site icon Jamuna Television

এবার রাজস্থান রয়্যালের অধিনায়কত্ব হারালেন স্মিথ

বল টেম্পারিং কেলেঙ্কারির জের ধরে এবার রাজস্থান রয়্যালের অধিনায়কের পদ ছেড়ে দিতে হলো অজি ক্রিকেটার স্টিভেন স্মিথকে। আইপিএলে দলটির নেতৃত্ব দেবেন ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।

স্মিথ এবং রাহানে, দুজনেই ২০১৭ সালের আইপিএল খেলেছেন বর্তমানে বিলুপ্ত রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি মৌসুমে আইপিএলে ফিরছে রাজস্থান রয়্যাল।

রাজস্থান রয়্যালের ক্রিকেট প্রধান জুবিন ভারুচা বলেন, কেপটাউনের কলঙ্কজনক অধ্যায় গোটা ক্রিকেট বিশ্বকে নাড়া দিয়েছে। আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, আমলে নিচ্ছি তাদের পরামর্শ। স্মিথের সাথেও আমাদের যোগাযোগ রয়েছে। রাহানে রাজস্থানের অনেক পুরোনো সদস্য। তার নেতৃত্বগুণ নিয়ে আমাদের কোন সন্দেহ নেই।

এদিকে, বল টেম্পারিংয়ের ঘটনা তদন্তে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। বোর্ডের আরও দুজন শীর্ষ কর্মকর্তা ইয়ান রয় এবং প্যাট হাওয়ার্ড এরই মধ্যে কেপটাউনে পৌঁছেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া আভাস দিয়েছে, অপরাধের মাত্রা বেশি হলে, আজীবন নিষিদ্ধ করা হতে পারে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে।

Exit mobile version