Site icon Jamuna Television

ইহুদিকে ছুরিকাঘাত করায় ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি পুলিশ

ছবি: সংগৃহীত

ইসরায়েলি দুই পুলিশ সদস্যের গুলিতে এক ফিলিস্তিনি হত্যার ঘটনায় উত্তপ্ত জেরুজালেম। ইসরায়েলি পুলিশ প্রকাশ করেছে হত্যার ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে যা এখন ভাইরাল। এতে দেখা যায়, রাস্তা পার হওয়ার সময় এক ইহুদিকে কয়েকবার ছুরিকাঘাত করে এক ফিলিস্তিনি। পরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে ফেলে। পালানোর চেষ্টা করলে একের পর এক গুলি ছোঁড়ে দুই পুলিশ সদস্য। মৃত্যুর পরও ছোঁড়া হয় গুলি। এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, আটক না করে গুলির মাধ্যমে হত্যা ইসরায়েলি আগ্রাসনের স্পষ্ট প্রমাণ।

Exit mobile version