Site icon Jamuna Television

কেনিয়ায় নদীতে বিয়ের বাস ডুবি, নিহত ২৩

ছবি: সংগৃহীত

কেনিয়ায় নদীতে একটি বাস ডুবে প্রাণ হারালেন কমপক্ষে ২৩ জন। শনিবারের এই দুর্ঘটনায় চার শিশুসহ উদ্ধার হন ১২ জন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কিতুই এলাকায় যাচ্ছিল বরযাত্রী বহনকারী একটি বাস। পথে দুর্বল ব্রিজের ওপর দিয়ে পার হওয়ার সময় সেটি ভেঙ্গে পড়ে। মুহূর্তেই খরস্রোতা নদীতে তলিয়ে যায় বাসটি। শনিবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। এখনও বাসটিতে আটকা রয়েছেন কয়েকজন ভুক্তভোগী। তবে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ।

রোববার আবারও উদ্ধার তৎপরতা চালাবে কেনিয়ার নিরাপত্তা বাহিনী ও আঞ্চলিক রেডক্রস। বাসটিতে ঠিক কতজন সফর করছিলেন, সেটি নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

আরও পড়ুন: পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে হত্যার ঘটনায় গ্রেফতার ২৩৫

ইউএইচ/

Exit mobile version