Site icon Jamuna Television

থাইল্যান্ডে বিপুল পরিমাণ মাদক জব্দ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে ৮৯৭ কেজি মাদক উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। যার বাজারমূল্য ৮ কোটি ৮০ লাখ ডলার। তাইওয়ানে পাচারের চেষ্টা করা হচ্ছিল এসব মাদক।

কর্তৃপক্ষ জানায়, ২৪টি বাদামি বাক্সে করে সিলিকনের খোলসের মধ্যে ঢুকিয়ে রাখা হয় মাদক। গোপন তথ্যের ভিত্তিতে আটকানো হয় চালানটি। বিমানবন্দরের পরীক্ষায় ধরা পড়ে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব।

এদিকে, এই ঘটনায় তদন্ত শুরু করেছে থাইল্যান্ডের পুলিশ। ঘটনায় অন্য কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version