Site icon Jamuna Television

এবার চিলিতে ‘ওমিক্রন’ শনাক্ত

ছবি: সংগৃহীত

চিলিতে এই প্রথম করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। শনিবার (০৪ ডিসেম্বর) দেশটি এ খবর জানিয়ে বলেছে, আক্রান্তকারী গত মাসে ঘানা ভ্রমণ করেছিলেন। দেশে ফেরার পর তার শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভালপারাইসো অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ওই ভ্রমণকারী পিসি-আর টেস্টের নেগেটিভ রিপোর্ট প্রদান করেছিলেন। কিন্তু বিমান বন্দরে এসে পৌঁছানোর পর বাধ্যতামূলক আরও কিছু টেস্টের পর তার পজিটিভ শনাক্ত হয়।
ওমিক্রন আক্রান্ত ব্যক্তি ফাইজার টিকার দুটো ডোজই গ্রহণ করেছেন। তিনি সুস্থ আছেন। তাকে আইসোলেশানে রাখা হয়েছে।

আরও পড়ুন: ভাইয়ের যৌন কেলেঙ্কারি ধামাচাপা দেয়ার অভিযোগে বরখাস্ত উপস্থাপক

উল্লেখ্য, চিলিতে এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর ওমিক্রন ভ্যারিয়েন্টের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) প্রথমবারের মতো জানায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সাম্প্রতিক তদন্তে জানা যাচ্ছে, এর বহু আগেই বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছিলো ভ্যারিয়েন্টটি।

Exit mobile version