Site icon Jamuna Television

পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে হত্যার ঘটনায় গ্রেফতার ২৩৫

ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে এক শ্রীলঙ্কার নাগরিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ২৩৫ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শুক্রবারের এই ঘটনায় ৯০০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার পাঞ্জাবের শিয়ালকোট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারেও চলছে তৎপরতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঞ্জাব থেকে মরদেহ লাহোরে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, প্রিয়ান্থা কুমারা হত্যার জেরে লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সাথে কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এসময় অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দেন তিনি।

শুক্রবার পবিত্র কোরআনের আয়াত লেখা পোস্টার ছেড়ার অভিযোগ উঠে পাকিস্তানে কর্মরত শ্রীলঙ্কান নাগরিকের বিরুদ্ধে। ওই সময়ই ক্রীড়াসামগ্রী কারখানার শ্রমিকরা হামলা চালায় তার ওপর। পিটিয়ে হত্যা করার এক পর্যায়ে ওই ব্যক্তির শরীরে আগুন লাগিয়ে দেয়া হয়।

আরও পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা

ইউএইচ/

Exit mobile version