Site icon Jamuna Television

গৃহকর্তার সাথে অনৈতিক সম্পর্কের জেরেই খুন হয় পারভীন

গৃহকর্তার সাথে অনৈতিক সম্পর্কের জেরেই খুন হন রাজধানীর নিকেতনের গৃহকর্মী পারভীন। ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিবিআইর অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সন্ধায় তুরাগ দিয়াবাড়ির ঝাউবন এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। পিবিআইয়ের তদন্তে বের হয়, নিহত ওই নারীর নাম ফেন্সি আরা পারভীন।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার গৃহকর্মীর সাথে গৃহকর্তা জসীমুল হাসানের অনৈতিক সম্পর্কের জেরে বাকবিতণ্ডা হয় তার স্ত্রী সামিনা হাসানের। এক পর্যায়ে সামিনা গৃহকর্মী পারভীনের মাথায় আঘাত করেন। আঘাতের পরপরই মৃত্যু হয় পারভীনের। পরে ড্রাইভার রমজানের সহায়তায় পারভীনের লাশ স্বামী-স্ত্রী মিলে তুরাগ নদে ফেলে দেন।

এ ঘটনায় মামলা করেছেন নিহত গৃহকর্মীর স্বামী মোমিনুল। ওই মামলায় প্রধান অভিযুক্ত স্বামী-স্ত্রী গ্রেফতার হলেও পলাতক রয়েছেন ড্রাইভার রমজান।

পারভিনের স্বামী মোমিনুল জানান, ওই বাসায় কাজে নেয়ার পর থেকে তিনি তার স্ত্রীর সাথে দেখা করতে পারতেন না।

Exit mobile version