Site icon Jamuna Television

চট্টগ্রামে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দিনভর মেঘাচ্ছন্ন ছিল চট্টগ্রামের আকাশ। উপকূলীয় এলাকার কোথাও কোথাও হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদিনেও দেখা যায়নি সূর্যের মুখ।

চট্টগ্রামসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। মাছ ধরার নৌকাসহ অনেক নৌযান এরই মধ্যে তীরবর্তী স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস এবং লাইটার জাহাজ চলাচল করছে সীমিত আকারে।

কর্ণফুলী নদীর সব ঘাটে দিনভর পণ্য খালাস কার্যক্রম এবং চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামাও এখন পর্যন্ত স্বাভাবিক আছে।

/এডব্লিউ

Exit mobile version