Site icon Jamuna Television

অস্ত্র প্রতিযোগিতায় নয়, উন্নয়নে টাকা ব্যয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে তা সর্বজনীন টেকসই উন্নয়নে কাজে লাগানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় আন্তর্জাতিক শান্তি ও সহনশীলতা বজায় রাখতে বাংলাদেশ নিবিড়ভাবে কাজ করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : চাইলে যে কেউ উদ্যোক্তা হতে পারে: প্রধানমন্ত্রী

বিশ্ব শান্তি সম্মেলনের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশীদারিত্বের ভিত্তিতে জবাবদিহিতামূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলেও জানান।

/এডব্লিউ

Exit mobile version