Site icon Jamuna Television

দ্রাবিড়ের পুরানো দায়িত্বে লক্ষণ

ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় ক্রিকেট একাডেমি প্রধানের দায়িত্ব নিতে চলছেন ভিভিএস লক্ষণ। ভারতের জাতীয় দলের প্রধান কোচ হওয়ার আগে রাহুল দ্রাবিড় ছিলেন এই দায়িত্বে।

শনিবার (৪ ডিসেম্বর) বিসিসিআইয়ের সাধারণ সভায় চূড়ান্ত অনুমোদন পান হায়দ্রাবাদে জন্ম নেয়া সাবেক এ মিডল অর্ডার ব্যাটসম্যান।

রাহুল দ্রাবিড়কে ভারতের জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব দেয়ার পর লক্ষণকে আনা হলো একাডেমির দায়িত্বে। প্রথম এসাইনমেন্ট হিসাবে লক্ষণকে দেয়া হয়েছে বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত করার দায়িত্ব। যুবদলের মেন্টর হিসেবে কাজ করলেও কোচ হিসেবে থাকছেন না তিনি।

লক্ষণের সাথে আরও একটি বড় নাম যুক্ত হয়েছে ভারতের একাডেমির কোচের তালিকায়। পেইস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অস্ট্রেলিয়ান ট্রয় কুলিকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় সাবেক কোচ রবি শাস্ত্রির অধীন ভারত। আইসিসি টুর্নামেন্টে প্রথমবারের মতো হারে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। তাও আবার ১০ উইকেটের বড় ব্যবধানে। আসর শেষেই রাহুল দ্রাবিড়কে হেড কোচ হিসেবে নিয়োগ দেয় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড।

Exit mobile version