Site icon Jamuna Television

রাদামেল ফ্যালকাও: ‘দ্য টাইগার ফ্রম কলম্বিয়া’

ছবি: সংগৃহীত।

স্প্যানিশ লা লিগায় রুপকথার গল্পের মতোই এক মৌসুম কাটাচ্ছে রায়ো ভায়েকানো। লক্ষ্যটা অবনমন এড়ানোর হলেও লিগে ছুটছে দুর্বার গতিতে। গতকাল রাতেও হারিয়েছে জায়ান্ট বার্সেলোনাকে। কি হলো এমন? যে কারণে রাতারাতি পালটে গিয়ে একটি মাঝারি মানের দল বুক চিতিয়ে লড়াই করে চলছে স্প্যানিশ জায়ান্টদের সাথে?

রায়ো ভায়েকানোকে এই অবস্থায় নিয়ে আসার জন্য সবচেয়ে বড় অবদান ‘দ্যা টাইগার ফ্রম কলম্বিয়া’ খ্যাত রাদামেল ফ্যালকাওয়ের। ৩৫ বছর বয়সেও তিনি অনন্য। তার বুড়ো হাড়ের ভেল্কিতে রীতিমতো উড়ছে রায়ো ভায়েকানো। আছে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে।

পোর্তো, মোনাকো, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা গ্যালাতাসারেয়ের হয়ে খেললেও ফ্যালকাও ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন লা লিগায়। সেটি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। এবার সেই ঝান্ডা উড়াচ্ছেন রায়ো ভায়েকানোর হয়ে। এরইমধ্যে ৫ গোল করে ক্লাবটির টপ স্কোরারদের একজন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপে পর্যাপ্ত স্বাধীনতা নিয়ে খেলতে পারেনি ভারত: সৌরভ

সম্প্রতি বার্সেলোনাকে হারের লজ্জা দেয়া ম্যাচের জয়সূচক গোলটিও করেন ফ্যালকাও। তাইতো এমন ছন্দে থাকলে লা লিগায় ফুটবলপ্রেমীরা হয়তো পরিচিত হবে নতুন নামের সাথে।

Exit mobile version