Site icon Jamuna Television

অক্সিজেন সঙ্কটে করোনা রোগীর মৃত্যুর দায়ে হাসপাতাল পরিচালকের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

জর্ডানে অক্সিজেন সঙ্কটে চিকিৎসাধীন ১০ করোনা রোগীর মৃত্যুর অভিযোগের ঘটনায় দেশটির আদালত সরকারি এক হাসপাতালের পরিচালককে কারাদণ্ড দিয়েছেন। খবর নিউজ এরাবিয়ার।

রোববার (৫ ডিসেম্বর) জর্ডানের একটি আদালত ওই চিকিৎসককে তিন বছরের কারাদণ্ড দেন।

হাসপাতালের পরিচালক আব্দেল রাজাক আল-খাশমান ও তার সহযোগীকে চিকিৎসাধীন রোগীদের ‌‘মৃত্যুর কারণ’ হিসেবে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে অভিযুক্তরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

গত মার্চে দেশটির সল্ট প্রদেশের সরকারি হাসপাতালে অক্সিজেন সঙ্কটে অন্তত ১০ করোনা রোগীর প্রাণহানি ঘটে। রোগীদের প্রাণহানির এ ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এর জেরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবেইদাত পদত্যাগ করতে বাধ্য হন।

এই ঘটনার পর দেশটির বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ হাসপাতাল পরিদর্শন করেন। ওই সময় শত শত মানুষ হাসপাতালের বাইরে জড়ো হয়ে ক্ষোভ জানাতে সমাবেশ করেছিলেন।

ইউএইচ/

Exit mobile version