Site icon Jamuna Television

পাবনায় মন্দির থেকে শিবলিঙ্গসহ ২৯টি শিলা পাথর চুরি

লুট হওয়া মন্দির।

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে একটি মন্দিরের জানালা ভেঙ্গে বেশ কিছু নারায়ণ শিলাসহ শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা গেছে, চাটমোহর উপজেলার হান্ডিয়াল মধ্য বাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে শনিবার (৪ ডিসেম্বর) রাত আটটায় মন্দিরে কীর্তন পাঠ ও আরতী শেষে ভক্তরা চলে যান। এরপর রোববার (৫ ডিসেম্বর) ভোররাতে ফুল তুলতে গিয়ে স্থানীয়রা মন্দিরের জানালা ভাঙ্গা দেখতে পান। পরে ভেতরে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন তারা।

মন্দির সূত্রে জানা গেছে, চোরেরা ৪টি কষ্ঠি পাথরসহ ২৯টি নারায়ন শিলা পাথর, একটি শিবলিঙ্গ, চারটি পিতলের আসন ও একটি কাঠের আসন চুরি করে নিয়ে গেছে।

খবর পেয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এসএইচ

Exit mobile version