Site icon Jamuna Television

সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এরই মধ্যে ৮৪ ভাগ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। বিশুদ্ধ পানির জন্য জনসচেতনতার সৃষ্টি করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ মার্চ) বিশ্ব পানি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পানির ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশুদ্ধ পানি কীভাবে সংরক্ষণ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশ্বের ১০০ কোটি মানুষ সুপেয় পানি পায় না। বর্ষকালের পানি যত বেশি সংরক্ষণ করা যাবে দেশ ততই উপকৃত হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে গঙ্গার ন্যায্য হিস্যা আদায়ে সক্ষম হয়েছে বাংলাদেশ। সরকারের ধারাবাহিকতা ছিলো বলেই দেশের উন্নয়ন সম্বব হয়েছে। এসময়, উন্নয়নের নামে পুকুর-খাল ভরাট করা যাবে না বলেও উল্লখ করেন প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version