Site icon Jamuna Television

এবার শামির জন্যই দরদ দেখাচ্ছেন হাসিন

স্ত্রীর তরফে ক্রমাগত নানা অভিযোগের কারণে বিতর্কে জর্জরিত ভারতীয় পেসার মোহাম্মদ শামির জীবন। সম্প্রতি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। আর এর জেরেই কিনা শামির সাথে তার স্ত্রী হাসিনের দূরত্ব কমার আলামত দেখা দিচ্ছে। শামিকে দেখার জন্য নাকি মন উতলা হয়ে আছে হাসিনের।

সোমবার দুপুরে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে গিয়ে হাসিন জানিয়েছেন, শামির গাড়ি দুর্ঘটনার পর বাড়িতে মেয়ে কান্নাকাটি করছে। তার নিজেরও মানসিক অবস্থা ভাল নয়। এই পরিস্থিতিতে স্বামী মোহাম্মদ শামির কাছে মেয়েকে নিয়ে যেতে চান তিনি। যদিও শামি এই মুহূর্তে কোথায় রয়েছেন তা জানেন না হাসিন। (সূত্র: আনন্দবাজার)

গত রোববার দেহরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে ট্রাকের সাথে শামির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর খবর পেয়ে হাসিন বলেছিলেন, শামি যন্ত্রণায় কষ্ট পেলে আমি কখনও ভাল থাকতে পারি না। দুর্ঘটনার খবর পেয়ে খুব উদ্বেগে রয়েছি।

এর আগে, স্বামীর বিপক্ষে নির্যাতন ও বিভিন্ন নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগ এনেছিলেন তার স্ত্রী। শুধু তাই নয়, জুয়াড়িদের সাথে সামির যোগাযোগ আছে এমন ইঙ্গিতও দিয়েছিলেন হাসিন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version