Site icon Jamuna Television

জাওয়াদের প্রভাবে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় মাঝারি ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে।

গতকাল রোববার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বৃষ্টি চলে সারারাত ধরে। সকাল থেকেও অবিরাম চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। রাজধানীর বিভিন্ন সড়কেও পানি জমতে দেখা গেছে। কাঁদাপানিতে ভোগান্তিতে বেড়েছে পথচারী ও অফিসগামীদের।

টানা বৃষ্টিতে রিকশা ও সিএনজিতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা। ভোগান্তির শেষ নেই খেটে খাওয়া মানুষের। ভাটা পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষদের আয়-রোজগারে। কনকনে শীতের মধ্যে বৃষ্টিতে রাজধানীর ছিন্নমূল মানুষদেরও দুর্ভোগের শেষ নেই।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে আরও দুদিন

এছাড়া গতকাল থেকে টানা বৃষ্টিতে খানিকটা ছন্দপতন ঘটেছে ব্যবসা-বাণিজ্যেও। আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের প্রভাব কমলে সারাদেশের মত রাজধানীতেও কমবে বৃষ্টি।

/এডব্লিউ

Exit mobile version