Site icon Jamuna Television

বেলজিয়ামে করোনা বিধিমালা বিরোধী আন্দোলনে সহিংসতা

বেলজিয়ামে করোনা বিধিমালা বিরোধী আন্দোলন রূপ নিলো সহিংসতায়। রোববার (৫ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ব্রাসেলস পরিণত হয় রণক্ষেত্রে।

সরকারি নির্দেশনার বিরোধীতায় রাজপথে নামেন কমপক্ষে ১০ থেকে ১২ হাজার মানুষ। তাদের দাবি, ভ্যাকসিন বাধ্যতামূলক করার মাধ্যমে স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সরকার। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও পাথর ছুঁড়ে মারে তারা। যা ঠেকাতে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিবিদ বব ডোল মারা গেছেন 

গত মাসেই ঘরের বাইরে মাস্ক পরা এবং ১৮ বছরের ঊর্ধ্বের বেলজিয়ানদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করা হয়। একইসাথে টিকাগ্রহীতাদের জন্য ইস্যু করা হয় ডিজিটাল কার্ড। যা দেখালে ঢুকতে পারবে রেস্তোঁরা, সিনেমা হল, স্টেডিয়াম, পানশালার মতো জায়গাগুলোতে।

/এডব্লিউ

Exit mobile version