Site icon Jamuna Television

নাটোরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে একটি মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ৩টায় শহরের তেবাড়িয়া রেলক্রসিং গেটে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

নাটোর রেলস্টেশন মাস্টার অশোক কুমার জানান, গত রাত ৩টার দিকে নাটোর তেবাড়িয়া রেলক্রসিং গেটের বার ভেঙে লাইনের ওপরে চলে আসে একটি মিনি ট্রাক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গেটে পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সাথে বেধে ট্রাকটি প্রায় ৫০০গজ দূরে যাওয়ার পরে রেল লাইনের পাশে পড়ে যায়।

ঘটনার পর পরই কুড়িগ্রাম এক্সপ্রেস গন্তব্যস্থলের উদ্দেশে চলে যায়। এ ঘটনায় নাটোর-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক থাকলেও নাটোর-খুলনা রেল যোগাযোগ বন্ধ ছিল। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে লাইনের পাশ থেকে সরিয়ে ফেলেন।

আরও পড়ুন : নিম্নমানের যাত্রীসেবা নিয়ে আবার চালু বেনাপোল এক্সপ্রেস

দুর্ঘটনার ২ঘণ্টা পর নাটোর-খুলনা ট্রেন চলাচলও স্বাভাবিক হয়। ঘটনার পর থেকেই ট্রাকের ড্রাইভার ও সহকারী পলাতক রয়েছে।

/এডব্লিউ

Exit mobile version