Site icon Jamuna Television

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যানইউর কষ্টার্জিত জয়

রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এক গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নরউইচের বিপক্ষে সহজেই ৩-০ গোলের জয় পায় টটেনহ্যাম।

ওল্ড ট্রাফোর্ডে নতুন কোচ রাংনিকের অধীনে প্রথম ম্যাচে রেড ডেভিলদের প্রায় আটকে দিয়েছিল ক্রিস্টাল প্যালেস। প্রথমার্ধে স্বাগতিকদের গোলশূন্যভাবে ধরে রাখার পর দ্বিতীয়ার্ধেও রোনালদোদের প্রায় গোলবঞ্চিত রাখে টেবিলের ১৩ নম্বর দলটি। কিন্তু ৭৭ মিনিটে ফ্রেডের দারুণ ফিনিশিংয়ে হাফ ছেড়ে বাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ১৫ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রয়েছে ইউনাইটেড।

আরও পড়ুন : আজ মাঠেই আসেনি কোনো দল

দিনের আরেক ম্যাচে নরউইচের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ছিল টটেনহ্যাম। ১০ মিনিটে লুকাস মৌরার করা গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পার্স। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ৬৭ মিনিটে সানচেজের গোলের পর ৭৭ মিনিটে সন মিনের গোলে ৩-০ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম। ১৪ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে রয়েছে হ্যারি কেইনের দল।

/এডব্লিউ

Exit mobile version