Site icon Jamuna Television

নিউজিল্যান্ডকে ৩৭২ রানের ব্যবধানে হারালো ভারত

৪র্থ দিনের শুরুতেই ৩৭২ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। ২য় ইনিংসে ভারতের দেয়া ২য় ইনিংসে ৫৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৭ রানেই গুটিয়ে যায় তারা। এতে বিশাল ব্যবধানে হারের মুখ দেখলো কিউইরা।

আগের ৫ উইকেটে ১৪০ রান নিয়ে ৪র্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে হেনরি নিকোলসের সাথে টিকতে পারেননি রাচিন রাবিন্দ্রা।

এরপর কাইল জেমিসন আর টিম সাউদিকে দ্রুত ফিরিয়ে দিয়ে ভারতের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন জায়ান্ত ইয়াদভ। শেষ পর্যন্ত আর কেউ প্রতিরোধ গড়তে না পারায় বড় জয় দিয়ে ম্যাচ ও সিরিজ নিশ্চিত করে ভারত। দুই দলের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল।

/এডব্লিউ

Exit mobile version