Site icon Jamuna Television

বিদ্যুৎস্পৃষ্ট শিশু তামিমকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে পল্লী বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত পঞ্চম শ্রেণির ছাত্র তামিম ইকবালকে আপাতত ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ নভেম্বর) সকালে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, নদী ভাঙনের কারণে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার পরও সেটি নিরাপদে সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। এটি স্পষ্ট অবহেলা।

আদালত আরও বলেন, সরকারের উচিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা।

গত ২৩ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে গোসল করতে গেলে নদী ভাঙনের ফলে পড়ে যাওয়া বিদ্যুতের খুঁটি থেকে প্রবাহিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন লক্ষ্মীপুরের ৫ শ্রেণির ছাত্র তামিম ইকবাল। বর্তমানে সে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

Exit mobile version