Site icon Jamuna Television

তথ্য প্রতিমন্ত্রীর বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

অনলাইনে ভাইরাল হওয়া তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে ঢাকা সিটির মেয়র-কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব আবোল-তাবোল বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন। দাবি করেন, মির্জা ফখরুল বলতে চেয়েছেন, খালেদা জিয়া না থাকলে বিএনপি থাকবে না। বিএনপি ক্ষমতা দখলের যে দিবাস্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: দেশে উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: কাদের

দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে; এখনও স্বাধীনতা বিরোধীরা তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

Exit mobile version