Site icon Jamuna Television

বর্তমান ক্ষমতাসীনরাই বড় স্বৈরাচার: জি এম কাদের

ফাইল ছবি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যানকে স্বৈরাচার বলা হলেও প্রকৃতপক্ষে বর্তমান ক্ষমতাসীনরাই বড় স্বৈরাচার। দেশজুড়ে সামাজিক বৈষম্য বাড়ছে, দলীয়করণ করা হয়েছে সব প্রতিষ্ঠানে। সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর দলীয় কার্যালয়ে সংবিধান রক্ষা দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না।

তিনি আরও বলেন, এতো বছর পরও স্বাধীনতার মূল চেতনা প্রতিষ্ঠিত হয়নি, যা খুবই দুঃখজনক। জবাবদিহিতার অভাবে দুর্নীতি বাড়ছে। বাক-স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version