Site icon Jamuna Television

কয়েক কোটি টাকা দামের বাড়ি ভষ্মিভূত করলেন গৃহকর্তা! (ভিডিও)

ছবি: সংগৃহীত।

ঘরে সাপ ঢোকায় তা তাড়াতে না পেরে পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিলেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক ব্যক্তি। আর তা করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে নিজের বাড়িতেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ভষ্মিভূত হয়ে যায় ১.৮ মিলিয়ন ডলারে বাড়ি। এতে মাথায় হাত উঠেছে ওই মার্কিনির। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, গত ২৩ নভেম্বর রাতে ঘরেই ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ দেখেন সাপটি ঘরে ঢুকছে। এক মুহূর্ত দেরি না করে ফায়ার প্লেসের ভেতর থেকে জ্বলন্ত কাঠকয়লা নিয়ে সাপটিকে লক্ষ্য করে ছুড়ে মারেন। ভেবেছিলেন ভয় পেয়ে ঘর ছেড়ে চলে যাবে সাপ। তবে ভাগ্যে লেখা ছিল অন্যকিছু।

এর ফলে সাপটি অক্ষত অবস্থায় পালিয়ে গেলেও সেই কাঠকয়লার আগুন থেকে আসবাবে আগুন ধরে যায়। সেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আর সামাল দিতে পারেননি ওই ব্যক্তি। শেষমেশ দমকলে খবর দেন। কিন্তু ততক্ষণে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছিল।

আগুনের ভয়াবহতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে-আনতেই গোটা বাড়ি একটি ধ্বংসস্তুপে পরিণত হয়। একটি সাপ মারতে গিয়ে নিজের সর্বস্ব হারিয়ে এবার রীতিমতো পাগলপ্রায় সেই ব্যক্তি।

এসজেড/

Exit mobile version