Site icon Jamuna Television

প্রেম করে বিয়ে, গর্ভবতী বোনের শিরশ্ছেদ করে বড় ভাইয়ের উল্লাস

প্রতীকী ছবি।

পরিবারকে না জানিয়ে বিয়ে করায় ১৯ বছর বয়সী তরুণীর শিরশ্ছেদ করেছে তার ভাই। শুধু তাই-ই নয়, শিরশ্ছেদ করার পর পরিবারের সদস্যরা তার সেই কাটা মাথা হাতে নিয়ে উল্লাসে মেতেছিল। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে।

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, শিরশ্ছেদের শিকার তরুণী গর্ভবতী ছিলেন। তার কাটা মাথা প্রতিবেশীদের দেখিয়েছেন মা শোভা সঞ্জয় মোটে ও ভাই সঙ্কেত সঞ্জয় মোটে। না জানিয়ে বিয়ে করার বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তার শিরশ্ছেদ করেছেন পরিবারের লোকেরা। আর এ ঘটনাকেই উৎকৃষ্ট বলে মনে করেছেন তারা।

আরও পড়ুন: কোরআনের আয়াত অপসারণের চেষ্টাকারী ধর্মান্তরিত

নিহত তরুণীর ভাই প্রতিবেশীদের জানিয়েছে, বোন না জানিয়ে বিয়ে করার কারণে তার শিরশ্ছেদ করে পরিবারের সম্মান ফেরানো হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্ত ভাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছে।

Exit mobile version