Site icon Jamuna Television

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭২ রানের বড় জয়ে এই উন্নতি ঘটেছে ভিরাট কোহলিদের। আর ভারতকে জায়গা করে দিয়ে এক ধাপ নিচে নেমে তালিকার দুই নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড।

মুম্বাই টেস্টের পর ভারতের রেটিং ১২৪ এবং নিউজিল্যান্ডের রেটিং ১২১। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী আইসিসি র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া তিনে এবং চার নম্বরে আছে ইংল্যান্ড। আর নিজেদের আগের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ৪৯ রেটিং পয়েন্ট নিয়ে টাইগাররা আছে ৯ নম্বরে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে আছে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও দশম স্থানে।

অন্যদিকে, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছে কিউইরা। টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে সবার উপরে আছে ইংল্যান্ড। টেস্টের শীর্ষে থাকা ভারত ওয়ানডেতে ৪ এবং টি-টোয়েন্টিতে আছে ২ নম্বরে।

আরও পড়ুন: ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে জয়ের দাপুটে রেকর্ড কোহলির

Exit mobile version