Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় আবার সক্রিয় মাউন্ট সেমেরু

দুই দিনের ব্যবধানে সক্রিয় হয়ে উঠলো ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি। স্থানীয় সময় সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে আবারও লাভা আর আগ্নেয় ছাই ছড়ায় পর্বতটি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, অগ্ন্যুৎপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এখনও নিখোঁজ কমপক্ষে ২৭। তাদের অনুসন্ধানে চলছে জোরালো উদ্ধার তৎপরতা। ধূসর ছাইয়ে চাপা পড়েছে ইন্দোনেশিয়ার অন্তত ১১টি গ্রাম। নিশ্চিহ্ন হয়ে গেছে দুর্গত এলাকার ঘরবাড়ি, ও অন্যান্য স্থাপনা।

সরকারের তরফ থেকে বহাল জরুরি অবস্থা। কারণ, আরও কয়েকদফা অগ্ন্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের পর কমপক্ষে দুই হাজারের মতো গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়েছে প্রশাসন। তাদের জরুরি খাবার, পানি এবং কম্বলের মতো সহযোগিতা দিচ্ছে সরকার।

/এডব্লিউ

Exit mobile version