Site icon Jamuna Television

অজান্তেই প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করে ফেলেন মডেলরা, স্মৃতি ভোলাতে দেয়া হয় মাদক!

ছবি: সংগৃহীত

না জেনেই প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করে ফেলেন কিছু নতুন মডেল-অভিনেত্রী। তারা বুঝতেও পারেন না কখন ক্যামেরার সামনে নিজেদের পোশাক খুলে ফেলছেন। অভিনেতা হতে চেয়ে প্রযোজনা সংস্থার দরজায় ঘুরে বেড়ান হাজারও প্রতিভাধর। এরাই এমন অপ্রীতিকর ঘটনার শিকার হন ভারতের মুম্বাইয়ে। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি এমনই অভিযোগ করেছেন ভারতের এক প্রাক্তন ‘বিউটি কুইন’ পরী পাসোয়ান। বলিউডের আঁতুড়ঘর মুম্বাই। অসংখ্য প্রযোজনা সংস্থার দফতর সেখানে। কারা কী সিনেমা করছেন, তার হিসাব রাখা সহজ নয়। তাই ভুল করে ফেলেন অনেকেই।

অভিযোগকারী বিউটি কুইন জানিয়েছেন, এই না জানারই সুযোগ নেয় কিছু চক্র। যারা মুম্বাইয়ে বসেই পর্ন ছবির ব্যবসা চালান। সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার কীর্তি প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: যে কারণে বিয়ের আগে বারবার ক্লিনিকে যাচ্ছেন ক্যাটরিনা

২০১৯ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হন পরী পাসোয়ান। তার অভিযোগ, তার অজান্তেই তাকে দিয়ে পর্ন ছবির শুটিং করানো হয়েছিল।তিনি নিজে অবশ্য রাজ কুন্দ্রার সংস্থার নাম করেননি। তবে বলেছেন, কাজের জন্য ডাক পেয়ে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থার দফতরেই ভয়াবহ অভিজ্ঞতা হয় তার।

পরী জানিয়েছেন, সাক্ষাৎকারের আগে তাকে নরম পানীয় দেয়া হয় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। তারপরে বেশ কয়েক ঘণ্টার কথা আর মনে নেই তার। তবে ঠিক কী হয়েছিল, তা মনে করতে না পারলেও তার সঙ্গে যে মারাত্মক খারাপ কিছু হয়েছে তা বুঝতে পেরেছিলেন পরী। বিষয়টি বুঝে তিনি পরের দিনই স্থানীয় থানায় ঘটনাটি জানান এবং ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেন। তবে ততোক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে পরীর আপত্তিকর ভিডিও। ঘটনাটি যে সময় ঘটে তার কিছুদিন আগেই বিয়ে হয়েছিল পরীর। ভাইরাল হওয়া ভিডিওটির প্রসঙ্গ তুলে পরীর বিরুদ্ধে অভিযোগ করেন তার স্বামী নীরজ পাসোয়ান এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যরা।

আরও পড়ুন: জ্যাকুলিনকে ১০ কোটি টাকার উপহার দেন সুকেশ!

পরী অবশ্য জানিয়েছেন, ভিডিওটি যখন শুট করা হয়েছিল তখন তার জ্ঞান ছিল না। তার অনুমান, পানীয়তে মাদক মিশিয়ে কিছুক্ষণের জন্য তাকে শুধু একটি মস্তিষ্কহীন শরীরে পরিণত করা হয়েছিল। তাই তাকে এ ক্ষেত্রে দোষ দেয়া যায় না। কারণ তিনি একটি চক্রের পরিকল্পিত কুকর্মের শিকার।

ইউএইচ/

Exit mobile version