Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যগামীদের কর্মস্থলে ফিরতে লাগছে দ্বিগুণ ভাড়া

দুই সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের। ৪০ থেকে ৪৫ হাজার টাকার ভাড়া এখন ৭০ থেকে ৯০ হাজার টাকা। আসন সংকট এবং অতিরিক্ত ভাড়ার কারণে ছুটিতে সৌদি আরব থেকে আসা অনেক প্রবাসীই কাজে যোগ দিতে পারছেন না।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এমন উদ্বেগজনক তথ্য জানায়, ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ, আটাব নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সঙ্কট সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ মধ্যপ্রাচ্যগামী অন্যান্য অপারেটিং এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার দাবি জানানো হয়।

আরও পড়ুন : ক্লাউড কম্পিউটারে যুক্ত হচ্ছে সরকারের সব বিভাগ

বিভিন্ন উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থার অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিতে অসহায় বোধ করছেন রেমিটেন্স যোদ্ধারা। তাদের জন্যে সাশ্রয়ী মূল্যে টিকেটের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন আটাব নেতৃবৃন্দ।

/এডব্লিউ

Exit mobile version