Site icon Jamuna Television

প্রবাসীকে খুন, প্রধান অভিযুক্ত সাদ্দাম গ্রেফতার

নোয়াখালীর এক প্রবাসীকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডির একটি দল।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাদ্দাম এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

আরও পড়ুন : পদত্যাগপত্র জমা দিয়েছেন মুরাদ

করোনা মহামারি চলাকালীন চাকুরিচ্যুত হয়ে মাহাবুব দেশে ফিরে আসার পর থেকেই সাদ্দামের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতার সৃষ্টি হয় তার। কিছুদিন আগে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরেই গত মাসের ২৮ তারিখে মাহবুবকে ফোনে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় সাদ্দাম।

/এডব্লিউ

Exit mobile version