Site icon Jamuna Television

‘মুরাদের বেশ কিছু বক্তব্যে সরকার বিব্রত, গত ৩ মাসে তার মাঝে পরিবর্তন লক্ষ্য করেছি’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

ডা. মুরাদ হাসানের বেশ কিছু বক্তব্যে দল ও সরকার বিব্রত। গত কয়েক মাস ধরে তার মাঝে পরিবর্তন লক্ষ্য করা গেছে। তিনি সরকার ও দলের সাথে পরামর্শ না করেই এসব বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মুরাদ হাসানের পদত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. মুরাদ হাসানের পরিবর্তনটা কী ধরনের জানতে চাইলে তিনি বলেন, আমি সবিস্তারে বলতে পারবো না। এটা অনুভবের বিষয়। আমি এটা এখানে প্রকাশ করতে পারবো না।

তথ্যমন্ত্রী বলেন, ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের বিষয়টি জেলা কমিটি দেখবে।

এ সময় মুরাদ হাসান জনগণের ভোটে নির্বাচিত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, চাইলেই সংসদ সদস্যের পদ থেকে তাকে অব্যাহতি দেয়া যায় না। প্রতিমন্ত্রী হিসেবে ডা. মুরাদ সব সময় সহযোগিতা করেছেন। তবে গত কয়েক মাস ধরে তার মাঝে পরিবর্তন লক্ষ্য করা গেছে।

ইউএইচ/

Exit mobile version