Site icon Jamuna Television

চট্টগ্রামে এবার নালায় পড়ে শিশু নিখোঁজ

এই নালাতেই নিখোঁজ হয় শিশু কামাল।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ষোলশহর এলাকায় নালায় পড়ে কামাল (‌১০) নামের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। ভাগ্যক্রমে এ ঘটনায় রাকিব নামের আরেক শিশু প্রাণে বেঁচে গেলেও তলিয়ে যায় কামাল। কামালকে উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, সোমবার (৬ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ পাশের একটি নালার কাছে খেলছিল কামাল ও রাকিব। এসময় নালার পানিতে একটি খেলনা ভাসতে দেখে তা নিতে পানিতে নেমে পড়ে দু’জনই। তবে নালায় স্রোত থাকায় ভেসে যায় দুই শিশু।

আরও পড়ুন: ডা. মুরাদকে দল থেকে বহিষ্কারের দাবিতে জামালপুরে স্থানীয় আওয়ামী লীগের বিক্ষোভ

এসময় ভাগ্যক্রমে একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে রাকিব পাড়ে উঠে আসতে পারলেও তলিয়ে যায় কামাল। তবে ভয়ে এ নিয়ে মুখ খোলেনি শিশু রাকিব। পরে কামালকে খোঁজাখুঁজি শুরু হলে এসব তথ্য প্রকাশ করে এই শিশু।

কামালকে খুঁজতে মঙ্গলবার (৭ ডিসেম্বর) উদ্ধারকাজে যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি কামালের।

এসজেড/

Exit mobile version