Site icon Jamuna Television

আইসিসির মাস সেরার তালিকায় বাংলাদেশি নারী নাহিদা আক্তার

নাহিদা আক্তার। ছবি: সংগৃহীত

নারী ক্যাটাগরিতে আইসিসির মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন বাংলাদেশের নাহিদা আক্তার। নভেম্বর মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই মনোয়ন দিয়েছে আইসিসি।

নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪টি ওয়ানডেতে মোট ১৩ উইকেট শিকার করেন নাহিদা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। বাকি দুই উইকেট নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে।

আরও পড়ুন: পাকিস্তানে লঙ্কান নাগরিককে পিটিয়ে হত্যা; নিরাপত্তা জোরদার এলপিএলে

এছাড়া পুরুষ ক্যাটাগরিতে মাস সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা পাকিস্তানের আবিদ আলী। এছাড়া আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও অস্ট্রেলিয়ার হার্ড হিটিং ওপেনার ডেভিড ওয়ার্নার। পছন্দের খেলোয়াড়কে ভোট দেয়া যাবে আইসিসির ওয়েবসাইটে।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

Exit mobile version