Site icon Jamuna Television

খাসোগি হত্যাকাণ্ড: সন্দেহভাজন সৌদি নাগরিক ফ্রান্সে গ্রেফতার

ছবি: সংগৃহীত

সৌদি সাংবাদিক ও দেশটির সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রিয়াদের উদ্দেশে যাত্রার জন্য চার্লস-ডি-গল বিমানবন্দরে গিয়েছিলেন খালেদ আলওতাইবি। সেখানেই তাকে গ্রেফতার করা হয়। খবর নিউ ইয়র্ক পোস্টের। খালেদ সৌদি রাজপরিবারের নিরাপত্তাকর্মী ছিলেন।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসে তুর্কির সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে হত্যার পর তুর্কি সরকার ২৬ জন সন্দেহভাজনের তালিকা প্রকাশ করেছিলো। ৩৩ বছর বয়সী খালেদ আলওতাইবি খাসোগি হত্যার দায়ে যে ২৬ জন অভিযুক্ত তাদের মধ্যে একজন।

আরও জানা যায়, খালেদ তার নিজের আসল নাম ব্যবহার করেই ভ্রমণ করছিলেন।

খাসোগিকে হত্যাকাণ্ডের পর সৌদি সরকার দাবি করেছিলো, জামাল খাসোগিকে দেশে ফিরতে রাজি করানোর জন্য যে অ্যাজেন্টদের পাঠানো হয়েছিলো তাদের ‘অভিযানে’ তিনি নিহত হয়েছেন। যদিও তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করছেন, ওই ঘটনায় জড়িত অ্যাজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে কাজটি করেছেন।

Exit mobile version