Site icon Jamuna Television

টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে যমুনা একাদশ চ্যাম্পিয়ন

বগুড়া প্রেসক্লাবের স্বাধীনতা দিবস টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে যমুনা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বিকালে অনুষ্ঠিত ফাইনালে পদ্মা একাদশকে আট উইকেটে হারায় তারা।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যমুনা একাদশের আবদুর রশীদ। এর আগে সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী।

টুর্নামেন্টে প্রেসক্লাবের সদস্যরা পদ্মা, মেঘনা, যমুনা ও বাঙালি একাদশে ভাগ হয়ে খেলায় অংশ নেন। পদ্মা ও যমুনা একাদশ নিজেদের একটি করে ম্যাচ জিতে ফাইনালে মুখোমুখি হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান, শোভা অ্যাডভান্স টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমেদ কিরণ উপস্থিত ছিলেন।

Exit mobile version