Site icon Jamuna Television

ভিডিও কলে পুতিনকে হুঁশিয়ারি দিলেন বাইডেন

ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়াকে কঠোর জবাব দেয়া হবে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভার্চুয়াল বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেন ইস্যুতে কিছুদিন যাবৎ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে। এরমাঝেই, দুই ঘণ্টা ভিডিও কলে সংযুক্ত হন দুই রাষ্ট্রপ্রধান।

বৈঠকের পর হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের চারপাশে রাশিয়ার শক্তি বৃদ্ধির ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছেন বাইডেন। তিনি স্পষ্ট করেন, অঞ্চলটিতে সেনা কার্যক্রম বাড়ালে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপীয় মিত্ররাও রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিবে। অন্যান্য পদক্ষেপের মাধ্যমেও কঠোর জবাব দিতে তারা প্রস্তুত। গেলো মাস থেকেই, সীমান্তে লাখের কাছাকাছি সেনা মোতায়েন করেছে রাশিয়া- এমন অভিযোগ ইউক্রেনের।

ক্রেমলিন সূত্রে খবর, পুতিন এই সব হুঁশিয়ারিতে বিশেষ চিন্তিত হননি। ইউক্রেন সরকারের আশঙ্কা, আগামী বছরের মধ্যেই তাদের উপরে হামলা চালিয়ে গোটা দেশ দখল করে নেবে মস্কো। সেই পরিস্থিতিতে ওয়াশিংটন কোনো সামরিক পদক্ষেপ নিবে, নাকি শুধু আর্থিক নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকবে, তা স্পষ্ট হয়নি বাইডেনের কথাতেও।

Exit mobile version