Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের কুরুচিপূর্ণ ভিডিও সরানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

নির্দেশে বিটিআরসির চেয়ারম্যানকে এটি দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আরও পড়ুন: আবরার হত্যা মামলার রায়: আদালতে নেয়া হয়েছে ২২ আসামিকে

এর আগে গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে এই আবেদন করেন তিনি।

নূর উদ্দীন তার অভিযোগে লিখেছেন, মোয়াজ্জেম হোসেন আলাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর।

Exit mobile version