Site icon Jamuna Television

বিমানবন্দর সড়কে তীব্র যানজট, নাকাল যাত্রীরা

গাজীপুর ও উত্তরা এলাকার সড়কে সংস্কার কাজ চলায় রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ।

বিমানবন্দর সড়ক ঘুরে দেখা যায়, বুধবার (৮ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। বেলা বাড়ার সাথে সাথে সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। এতে পুরো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে গন্তব্য রওনা দেয়া বহু মানুষকে গাড়ি থেকে নেমে পায়ে হেটে রওনা হতে দেখা গেছে।

আরও পড়ুন: ডা. মুরাদের আপত্তিকর বক্তব্যের ৩৮৭টি লিংক শনাক্ত

ডিএমপি’র উত্তরা ট্রাফিক বিভাগ বলেছ, রাস্তার সংস্কার কাজের জন্য গাজীপুর জেলার চেরাগআলীতে ৩ লেনের জায়গায় ১ লেনে গাড়ি চলাচল করছে। এতে পুরো রাস্তায় গাড়ি ধীর গতিতে চলছে। এজন্য গাজীপুর থেকে রাজধানীর বনানী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Exit mobile version