Site icon Jamuna Television

এসপি প্রত্যাহারের দাবিতে জামালপুরে পঞ্চম দিনের মতো সাংবাদিকদের আন্দোলন

সাংবাদিকদের নির্বাক প্রতিবাদ কর্মসূচি পালন।

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে নির্বাক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলার কর্মরত সাংবাদিকরা আন্দোলনের পঞ্চম দিনে জামালপুর প্রেসক্লাবের সামনে পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক এমএ জলিল, লুৎফর রহমান, এম সুলতান আলম, জাহাঙ্গীর আলমসহ প্রমুখ। এ সময় বক্তারা সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকিদাতা পুলিশ সুপারের অবিলম্বে প্রত্যাহার দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন: জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয় তা আ.লীগের কাছেও গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী

উল্লেখ্য, গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার। সভায় উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন।

এসজেড/

Exit mobile version