Site icon Jamuna Television

ভারতের সশস্ত্র বাহিনী প্রধান জীবিত, দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত।

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এরইমধ্যে বিপিন রাওয়াতকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে আশঙ্কাজনক অবস্থায় আছেন তার স্ত্রী মধুলিকা। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ১২টা ৪০ মিনিট নাগাদ কন্নড়ের গভীর জঙ্গলের ভেতর ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার। সাথে সাথেই সেটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় এর আগে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত অন্তত ৫ (ভিডিও)

ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও উদ্ধারকাজে অংশ নিয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

এসজেড/

Exit mobile version