Site icon Jamuna Television

নাটোরে বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে এক বৃদ্ধকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে আব্দুস সামাদ (৬০) নামে এক বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গুনাইহাটি এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় সামাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার ভোর চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুস সামাদ গুনাইহাটি গ্রামের মৃত বাছের প্রামানিক পুত্র।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, বেশ কিছুদিন যাবত পাওনা টাকা নিয়ে আব্দুস সামাদের সাথে প্রতিবেশী এহিয়া উদ্দিনের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পুকুরের ধারে একা পেয়ে সামাদকে লোহার রড ও বাঁশ দিয়ে এহিয়া ও তার ছেলে জাহাঙ্গীর হোসেন মারপিট করে পালিয়ে যায়। পরে সামাদের চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সামাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি বলেন, সেখানে অবস্থার অবনতি হলে বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুস সামাদের বড় ভাই খালিলুর রহমান বাদী হয়ে দুপুরে থানায় হত্যা মামলা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: রেললাইনে বসে রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে নিহত ৪

ইউএইচ/

Exit mobile version