Site icon Jamuna Television

রাজশাহীতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিলো ২৩৮ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে ভুল সেটের প্রশ্নপত্রে এইচএসসির রসায়ন পরীক্ষা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা জানান, বুধবার (৮ ডিসেম্বর) সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় বোর্ডের সকল কেন্দ্রে ‘দুই নম্বর’ সেট প্রশ্নে পরীক্ষা হলেও কর্তৃপক্ষের ভুলের কারণে মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে ‘চার নম্বর’ সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।

আরও পড়ুন: জয়পুরহাটে ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ ছাত্রলীগ নেতা আটক

মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রটিতে এই পরীক্ষায় অংশ নেয় দুইশত আটত্রিশ জন পরীক্ষার্থী। পরীক্ষার পর ঐ কেন্দ্র সংশ্লিষ্টরা ভুল স্বীকার করেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। উত্তরপত্র মূল্যায়নের সময় বিষয়টি নজরে থাকবে।

Exit mobile version